ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম চলছে। কলকাতার বিখ্যাত পাঁচতারকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট।
আগামী বছরের মার্চে শুরু হতে যাওয়া আইপিএলে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ক্রিস মরিসকে ১০ কোটি রূপিতে দলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আইপিএল নিলামে দেড় কোটি রূপির তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করা ক্রিস মরিসকে নিয়ে কারাকরি পড়ে যায়। সবশেষ ১০ কোটি রূপিতে দলে নেয় ব্যাঙ্গালুরু।
প্রসঙ্গত, আইপিএলের গত ১২ আসরে অংশ নিয়ে ট্রফি জয়ের স্বাদ পায়নি ব্যাঙ্গালুরু। এবার ট্রফি জয়ের সেই খরা মিটাতে চায় আরসিবি।